বর্তমান পৃথিবীতে প্রায় সাড়ে চার হাজারেরও বেশী ভাষা রয়েছে যা মানুষ প্রতিনিয়ত তার মনের ভাব প্রকাশ করার জন্য ব্যবহার করছে। আর এই বর্তমান পৃথিবী হচ্ছে একটি বিশ্বায়নের যুগ যা GLOBAL VILLAGE নামেও পরিচিত যেখানে মানুষ তার প্রয়োজনের তাগিদেই বিভিন্ন দেশের মানুষের সাথে কথা বলছে বা যোগাযোগ করছে। আর এই যোগাযোগের মাধ্যম হিসেবে মানুষ যে ভাষাটাকে বেশি প্রাধান্য দেয় তা হচ্ছে ENGLISH LANGUAGE বা ইংরেজি ভাষা। পৃথিবীর প্রায় অর্ধেকেরও বেশি মানুষ ইংরেজি ভাষাটাকে নিয়মিত ব্যবহার করছে। অতএব, আমাদেরকেও এই আধুনেক বিশ্বে টিকে থাকতে হলে ইংরেজি ভাষা শেখার কোন বিকল্প নেই। আর এই ইংরেজি ভাষা শিখতে হলে আমাদের অবশ্যই ইংরেজি বর্ণমালা বা ENGLISH ALPHABETS গুলো ভালোভাবে জানতে হবে এবং এর পাশাপাশি সুন্দর ও সাবলীলভাবে কথা বলার জন্য সঠিক উচ্চারণ জানাও খুবই জরুরি। আর তাই আজকে আমরা এই বিষয় নিয়েই আলোচনা করবো।
ইংরেজি বর্ণমালা বা ALPHABETS হলো মোট ২৬ টি কিন্ত উচ্চারণের জন্য এর SOUND বা ধ্বনি হলো মোট ৪৪ টি। আর এই ৪৪ টা SOUND এর মধ্যে ২০ টি হলো VOWEL SOUND বা স্বরধ্বনি এবং বাকি ২৪ টা হলো CONSONANT SOUND বা ব্যঞ্জনধ্বনি। আবার ২০ টা VOWEL SOUND কে দুই ভাগে ভাগ করা হয়েছে, যার একটি হলো Monopthongs (১২ টি sound) ও দ্বিতীয়টি হলো Dipthongs (৮ টি sound)। ১২ টি Monopthongs এর ভিতর আবার দুইটা ভাগ রয়েছে যার একটি হলো Short Vowel (৭) ও দ্বিতীয়টি হলো Long Vowel (৫)। আর ২৪ টি হলো CONSONANT SOUND কে মোট তিন ভাগে ভাগ করা হয়েছে যথাক্রমে Voiced Sound (৮ টি), Voiceless Sound (৮ টি) ও Others বা অন্যান্য (৮ টি)।
(Remember: English is not phonetically written language)
Monopthongs (Short Sound-7):
- /ɪ/ (ই) - fit /fiːt/, pick /piːk/, difficult /ˈdɪ.fɪ.kəlt/
- /e/ (এ) - pet /pet/, sent /sent/, attention /əˈten.ʃən/
- /æ/ (এ্যা) - pat /pæt/, flat /flæt/, family /ˈfæ.mə.li/
- /ʌ/ (আ) - cut /kʌt/ jump /dʒʌmp/, cover /ˈkʌ.vər/
- /ʊ/ (উ) - put /pʊt/, book /bʊk/, cushion /ˈkʊ.ʃən/
- /ɒ/ (অ) - pot /pɒt/, dog /dɒg/, hospital /ˈhɒs.pɪ.təl/
- /ə/ (SCHWA-আ) - about /əˈbaʊt/, system /ˈsɪs.təm/, complete /kəmˈpliːt/
Monopthongs (Long Sound-5):
- /i:/ (ঈ) week /wi:k/, feet /fi:t/, media /ˈmiː.di.jə/
- /ɑ:/ (আঃ) - hard /ha:/, park /pa:k/, article /ɑː.tɪ.kəl/
- /ɔ:/ (ওঃ) - fork /fɔ:k/, walk /wɔ:k/, August /ɔːˈɡʌst/
- /ɜ:/ (আঃ) - heard /hɜ:d/, word /wɜ:d/, surface /ˈsɜː.fɪs/
- /u:/ (ঊ) - boot /bu:t/, group /gru:p/, beautiful /ˈbjuː.tɪ.fəl/
Discussing Dipthongs (Double Vowels):
- /eɪ/ (এই) - place /pleɪs/, late /leɪt/, dangerous /ˈdeɪn.dʒə.rəs/
- /oʊ/ (ওউ) - home /hoʊm/, phone /foʊn/, global /ˈɡloʊ.bəl/
- /aʊ/ (আউ) - mouse /maʊs/, brown /braʊn/, accountant /əˈkaʊn.t̬ənt/
- /ɪə/ (ইআ) - clear /klɪə/, fear /fɪə/, career /kəˈrɪə/
- /eə/ (এ্যাআ) - care /keə/, wear /weə/, declare /dɪˈkleə/
- /ɔɪ/ (ওই) - boy /bɔɪ/, toy /tɔɪ/, enjoyable /ɪnˈdʒɔɪ.jə.bəl/
- /aɪ/ (আই) - find /faɪnd/, bite /baɪt/, tiger /ˈtaɪ.ɡə/
- /ʊə/ (উআ) - tour /tʊə/, pure /pʊə/, mature /məˈtʃʊə/
CLASSIFICATIONS OF CONSONANT SOUNDS (24) WITH EXAMPLES:
Voiceless or Unvoiced Consonant Sounds: এই ধরণের ধ্বনি উচ্চারণের ক্ষেত্রে মুখগহব্বর থেকে কোন ধরনের কম্পন,প্রতিধ্বনি বা শব্দের সৃষ্টি হয় না।
- /p/ (ফ্) - pet /pet/, paper /ˈpeɪ.pə/, top /tɒp/
- /t/ (ঠ্) - Tim /tɪm/, better /ˈbe.tə/, hot /hɒt/
- /ʧ/ (চ্) - choke /ʧoʊk/, watching /wɒ.tʃɪŋ/, catch /kætʃ/
- /k/ (খ্) - came /keɪm/, talking /ˈtɔː.kɪŋ/, back /bæk/
- /ʃ/ (শ্) - show /ʃoʊ/, pushing /ˈpʊ.ʃɪŋ/, rush /rʌʃ/
- /θ/ (থ্) - thin /θɪn/, method /ˈme.θəd/, both /boʊθ/
- /s/ (স্) - seal /si:l/, missing /ˈmɪ.sɪŋ/, face /feɪs/
- /f/ (ফ) - fine /faɪn/, offer /ˈɒf.ə/, off /ɒf/
Voiced Consonant Sounds: এই ধরণের ধ্বনি উচ্চারণের ক্ষেত্রে মুখগহব্বর থেকে কোন ধরনের কম্পন,প্রতিধ্বনি বা শব্দের সৃষ্টি হয়।
- /b/ (ব্) - bet /bet/, trouble /ˈtrʌ.bəl/, rub /rʌb/
- /d/ (ড্) - dim /dɪm/, order /ˈɔː.də/, bad /bæd/
- /ʤ/ (জ্ব্) - joke /ʤoʊk/, damage /ˈdæ.mɪdʒ/, large /lɑːdʒ/
- /g/ (গ্) - game /geɪm/, bigger /ˈbɪ.gə/, bag /bæg/
- /v/ (ভ্) - vine /vaɪn/, saving /ˈseɪ.vɪŋ/, of /ɒv/
- /ð/ (দ্) - then /ðen/, other /ˈʌ.ðə/, with /wɪð/
- /z/ (য্) - zeal /zi:l/, crazy /ˈkreɪ.zi/, phase /feɪz/
- /ʒ/ (শা্+ঝ্) - measure /ˈme.ʒə/, vision /ˈvɪ.ʒən/, asia /ˈeɪ.ʒə/
কিছু কিছু Consonant Pair আছে যা উচ্চারণের ক্ষেত্রে দুইটা Sound উচ্চারিত হয়। যার একটি Sound হয় Voiced আর অন্যটি হয় Unvoiced। যেমন,
- /m/ (ম্) - mail /meɪl/, humour /ˈhjuː.mə/, some /sʌm/
- /n/ (ন্) - nail /neɪl/, funny /ˈfʌ.ni/, fine /faɪn/
- /ŋ/ (ইং, ঙ) - sing /sɪŋ/, singer /ˈsɪ.ŋə/
- /h/ (হ্) - heal /hi:l/, perhaps /pəˈhæps/
- /l/ (ল্) - love /lʌv/, follow /ˈfɒː.loʊ/, well /wel/
- /r/ (র্) - real /ri:l/, correct /kəˈrekt/
- /j/ (ই) - you /ju:/, beyond /biˈjɒnd/
- /w/ (ও) - we /wi/, showing /ˈʃoʊ.wɪŋ/
---0---