Definition: যদি verb এর কোন রুপ বা form এর মাধ্যমে subject এর নিষ্ক্রিয় বা সক্রিয় অবস্থা নির্দেশ করা হয়, তবে তাকে voice বা বাচ্য বলে।Voice বা বাচ্য সাধারণত দুই প্রকার। যথাঃ1. Active Voice: যদি কোন voice বা বাচ্য দ্বারা এমন কিছু নির্দেশ করা হয় যে subject নিজে কাজ করেছে কিনা, তবে তাকে active voice বলে। অর্থাৎ এ ধরনের...